বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে রেল ক্লিপ চুরি করে নিয়ে যাওয়ার সময় রেলগার্ডের কাছে ধরা পড়েছে চোরদলের একজন।
শুক্রবার (১৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের লো- ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে এ চুরির ঘটনা ঘটে। রেল ক্লিপগুলো স্কুল ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় চোর হাতেনাতে ধরা পড়ে।
জানা যায়, আটককৃত ওই চোরের নাম রাজন (২২)। সে ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার বাসিন্দা কাশেমের ছেলে।
এসময় বাকৃবিতে কর্মরত রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, "আওয়াজ শুনতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের লো- ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে গিয়ে ব্যাগভর্তি রেলক্লিপসহ একজন চোরকে আটক করি। তবে তার দলের বাকি ৪ জন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়।"
এ বিষয়ে কথা বলতে চাইলে বাকৃবির পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, "রাত ৮টা ৪০ মিনিটে রেলক্লিপ চুরি করা ওই চোরকে বাকৃবির পুলিশ ক্যাম্পে আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।"