নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-03-04 20:22:17

সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রাঙ্গণে সাংস্কৃতিক জোটের ব্যানারে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

'নারীর নিরাপত্তা না দিতে পারি তাহলে এই মানববন্ধন কখনোই থামবে না' মন্তব্য করে মানববন্ধনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদমান অলীভ বলেন, নারীর প্রতি সহিংসতা যুগের পর যুগ ধরে ঘটে আসছে। আমার কোনো বোন যদি সাধারণ কামিজ পড়েও বাসে উঠে, কেউ কেউ তার দিকেও খারাপ ভাবে তাকাই৷ আমি আজ ভাই হিসেবে ব্যর্থ৷ আমরা যদি তাদের নিরাপত্তা না দিতে পারি তাহলে এই মানববন্ধন কখনোই থামবে না। আমরা চাই যেভাবে দেশে সহিংসতা হচ্ছে, মবের নামে নারীদের নির্যাতন, নিপীড়ন দূর হোক।

'এই দেশ স্বাধীনতার ৫৫ বছর বয়সেও মেয়েদেরকে কোনোরকম সম্মান দিতে পারে নি' মন্তব্য করে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী বলেন, আমরা বারবারই একটা কথা বলি- হে রাষ্ট্র, মেয়েদের বন্দিত্বের দায় না নিয়ে নিরাপত্তার দায় নাও। অথচ হতাশার সাথে আমরা দেখি যে, এই রাষ্ট্রব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা মেয়েদের বন্দিত্বের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অধিক আগ্রহী। মেয়েদের নিরাপত্তাদানের ব্যাপারে তাঁদের নূন্যতম কোনো আগ্রহ বা সদিচ্ছা আমরা দেখতে পাই না‌। আমরা নিন্দার সাথে বলতে চাই, এই দেশ স্বাধীনতার ৫৫ বছর বয়সেও মেয়েদেরকে কোনোরকম সম্মান দিতে পারে নি।

তিনি আরও বলেন, আমরা বারবার দেখছি ধর্ষণের মতো ঘটনা ঘটছে, নিপীড়নমূলক ঘটনা ঘটছে। বারবার দেখছি নারীর প্রতি সহিংস আচরণ করা হচ্ছে। কিন্তু তাঁর বিপরীতে দোষীদের শাস্তির আওতায় আনতে এই রাষ্ট্র বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার ফলস্বরূপ গত এক মাসে আমরা দেখি ২৩৮টির মতো ধর্ষণের ঘটনা। এই মেয়েদেরকে গত জুলাইয়ে দেখেছি আমরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে। মেয়েরাই সারাদেশে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে।

এ সম্পর্কিত আরও খবর