আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু ) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)উপাচার্যের অফিসের সামনে ডাকসুর রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করলে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে এ কথা জানান তিনি।
নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে চারটি কমিটি হয়েছে সেই কমিটিগুলোর কার্যক্রমের হালনাগাদ আগামীকাল বিকেলে পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের জানানো হবে।
তিনি বলেন, আজকে সিন্ডিকেটের প্রথম বৈঠক হবে। এই সিন্ডিকেট মিটিংয়ের ওপর ভিত্তি করে মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে পরবর্তী সিন্ডিকেটে নির্বাচন কমিশনার নিয়োগ, ভোটার তালিকা হালনাগাদসহ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।
এসময় শিক্ষার্থীদের সাথে আলোচনায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ ও প্রো উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা।
এর আগে শিক্ষার্থীরা ডাকসু রোডম্যাপের দাবিতে পাঁচ হাজার শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে সেটি উপাচার্য বরাবর জমা দেয়।