ইবিতে বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত

, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2025-02-25 12:34:04

কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত সোহাইল নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসের চালক বাস চালানোর সময় ঘুমিয়ে গিয়েছিল। তারপর নিয়ন্ত্রণ না রাখতে পারায় পাশের ধানের জমিতে নামিয়ে দেয়। তখন বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা প্রায় সকল শিক্ষার্থীই আহত হয়েছেন। কারও হাত কেটে গেছে, কারও মাথা আবার কারও পা কেটে গেছে। আহতদের অধিকাংশকেই কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় সামনে থাকা একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে নেমে নিচে গিয়ে উল্টে যায়। শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থীর আহত হয়েছে। আহতদের কিছু ইবি মেডিকেলে আনা হয়েছে এবং কিছু কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

এ সম্পর্কিত আরও খবর