স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-02-24 17:06:24

দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর দুপুর ১২টা ১০ মিনিট হতে ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণঅভ্যুত্থানের পর দেশের জনগণ রাতে বাইরে বের হলে জীবন হুমকির মুখে পড়তেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে গদি ছেড়ে দেন আমরা বিকল্প কাউকে ভেবে নেব। গণঅভ্যুত্থানের বিভিন্ন জেলায় যখন বিপ্লবীদের উপর বিভিন্নভাবে হামলা হচ্ছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করে। কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখেছি, গণঅভ্যুত্থানের বিপ্লবীদেরকেই মিথ্যা মামলায় গ্রেফতার করছে।

তিনি আরও বলেন, পুলিশ ও সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। এইসব আওয়ামী দোসরদেরকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যথাসময়ে সঠিক পদক্ষেপ না নিতে পারেন তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে কঠোরতর কর্মসূচী দিতে বাধ্য হবো।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের সবার আশা আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছিল। ৫ই আগস্ট পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদের যে সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিলো আমরা দেখেছি সেই সেক্টরেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে একটি ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। সেনাবাহিনী সরকার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে রাজপথে থাকার পরেও দেশের শান্তি শৃঙ্খলা দিনদিন অবনতি হচ্ছে। যেখানে সেখানে ছিনতাই হচ্ছে, আমার বোনেরা বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে যা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। জাসদ চরমপন্থী কতৃক আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমার মায়ের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এগুলা দেখে সেই মাৎসন্যায়ের কথাই মনে পড়ে যায়। আমরা আপনাদেরকে পদত্যাগের আল্টিমেটাম দিচ্ছিনা, আপনারা যদি সম্মানের সহিত আপনাদের দায়িত্ব পালন করতে পারেন তাহলে করেন আর না হয় সম্মানের সহিত পদত্যাগ করেন।

এ সম্পর্কিত আরও খবর