রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পাখিদের নিরাপদ আশ্রয়স্থান তৈরি করতে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন করেছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাখিদের বাসস্থানসমৃদ্ধ বিভিন্ন জায়গায় প্রায় অর্ধশতাধিক হাঁড়ি স্থাপন করে সংগঠনটির নেতৃবৃন্দ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি রোড,বকুল তলা, গ্যারেজ রোড, মিডিয়া চত্ত্বরের গাছগুলোতে হাঁড়িগুলো স্থাপন করা হয়েছে।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি ৫২'র ভাষা আন্দোলনের শহীদদের, যাদের জীবনের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি । তাদের স্মৃতিচারণে আজ ২১শে ফেব্রুয়ারী২০২৫ বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন(ব্রুবা)র উদ্দ্যোগে বেরোবি ক্যাম্পাসে অতিথি পাখি সহ দেশীয় পাখির নিরাপদ আশ্রয়স্থলের জন্য গাছে গাছে মাটির হাড়ি স্থাপন করেছি।বিকেলে শহীদ আবু সাঈদ বই মেলায় ব্রুবা'র বুক স্টলে(১৬নং) ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ নির্ণয় ক্যাম্প করব। সংগঠনের এই কার্যক্রম চলমান থাকবে ইন