সিলেটের এম.সি কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এবং ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী পন্থীদের নৈরাজ্যের আশঙ্কায় প্রতিবাদী বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে ছাত্র সমাবেশে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা আর নয় হেলা ফেলা, এবার হবে ফাইনাল খেলা; বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই; বিচার বিচার বিচার চাই, ছাত্রলীগের বিচার চাই; আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; এমসি কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই; আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই; সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন জাতীয় দিবস আসলেই কিছু চেতনাধারী লোকজনকে দেখা যায় যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী ফ্যাসিবাদী শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের দোসর শিক্ষকেরা এখনো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। অতিদ্রুত এইসব ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ছাত্রসমাজ আরো কঠোর কর্মসূচি দিবে।
বক্তারা আরো বলেন, যেকোনো দেশে বিপ্লব হলে সম্পূর্ণ সিস্টেম পরিবর্তন হয়। কিন্তু বাংলাদেশে শুধু শেখ হাসিনাই গেছে, সিস্টেম গুলো যায়নি। জুলাই অভ্যুত্থানের পরেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, হামলাকারীরা যে দল মতের ই হোক না কেন, এই প্ল্যাটফর্ম তাদের ছেড়ে দিবে না। অতিদ্রুত কুয়েটে এবং সিলেটের এমসি কলেজে শিক্ষার্থী ভাইদের উপর হামলার বিচার করতে হবে।