বইমেলায় সাড়া জাগিয়েছে হুমায়ুন কবীরের 'ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে'

, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম | 2025-03-03 19:28:51

২০২৫ সালের অমর একুশে বইমেলায় পাঠকের নজর কেড়েছে ড. সৈয়দ হুমায়ুন কবীরের রচিত গ্রন্থ "ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে"।

বইটি প্রকাশ করেছে অমর প্রকাশনী। বইটি মূল্য রাখা হয়েছে ২১০ টাকা। রকমারিসহ যেকোনো অনলাইনবুক শপ থেকে বইটি সংগ্রহ করা যাবে। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সকল ক্যান্সার রোগীদের প্রতি, যারা এই মরণব্যাধির বিরুদ্ধে জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন।

২০২৫ সালের একুশে বইমেলায় বইটি সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় স্থান করে নেয়। বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে বইটির বিপুল জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ লেখককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় সম্মাননা স্মারক হাতে তুলে দেন বাংলা একাডেমির উপর পরিচালক ডক্টর শাহেন মূনতাজ।

এবারের বই মেলায় এই লেখকের আরও দুটি বই প্রকাশ করেছে অমর প্রকাশনী। নিরাপদ মাতৃত্ব শিশুর পরিপূর্ণ বিকাশ এবং বাস্তব জীবনে AI-এর প্রভাব ও টুলসের ব্যবহার এই শিরোনামের বই দুটো পাঠকদের কাছে বেশ সমাদৃত হয়েছে। 

লেখক ড. সৈয়দ হুমায়ুন কবীর একজন সমাজসেবক, জনস্বাস্থ্য ক্যান্সার প্রতিরোধ গবেষক ও ব্যাংকার। যিনি তার কর্মজীবনের সমস্ত আয় মানবসেবায় দান করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর