যে রেকর্ডে কেনিয়ার পাশে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাগতিক দেশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ কোনো ম্যাচ জেতেনি কেনিয়া। সে ২০০০ সালের ঘটনা। তবে কেনিয়াকে সে রেকর্ড থেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। কেনিয়ার পর প্রথম কোনো দেশ হিসেবে এবার স্বাগতিক দেশ হিসেবে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে পাকিস্তান।

আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করার পর ভারতের বিপক্ষেও ৬ উইকেটে হেরেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। এরপর বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচও পরিত্যক্ত হয়েছে। আর তাতেই এবারের আসরে জয়হীন পাকিস্তান। কেনিয়ার পর এবার দ্বিতীয় দেশ হিসেবে এ রেকর্ড করলো পাকিস্তান।

বিজ্ঞাপন

স্বাগতিকদের মধ্যে সেরা পারফরম্যান্স ২০০২ সালে শ্রীলঙ্কার। সেবার তারা যুগ্মভাবে শিরোপা জেতে। কলম্বোতে টানা ২ দিন বৃষ্টির পর পূর্ণ খেলা মাঠে না গড়ানোয় শিরোপা ভাগাভাগি হয় ভারতের সঙ্গে। সেটাই এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র যুগ্ম চ্যাম্পিয়নের ঘটনা। সবচেয়ে দুর্ভাগা স্বাগতিক ইংল্যান্ড। ২০০৪ এবং ২০১৩ সালে তারা হয়েছিল রানারআপ।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ’তে সবার শেষে থেকে আসর শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।

বিজ্ঞাপন