বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের দুই ম্যাচে টানা হারে আগেই বাদ পড়েছে দুই দল। নিয়মরক্ষার শেষ ম্যাচে আজ দুই দল মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি বাগড়া দিচ্ছে সেই ম্যাচ ঘিরে। সকাল থেকে রাওয়ালপিন্ডির মেঘাচ্ছন্ন আকাশ যেন কিছুতেই যেন মাঠে নামতে দিবে না দুই দলকে।

পাকিস্তানে পাঞ্জাবের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই মাঠে গত মঙ্গলবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। আজ ম্যাচের আগে দেশটির আবহাওয়া বিভাগ বড় দুঃসংবাদ দিয়েছে। তারা জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ শহরটির তাপমাত্রা কমে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ১২ কি.মি গতিতে বাতাসও হতে পারে। যে কারণে দুই দলের মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

মাঠ পরিদর্শনে গিয়ে দেখা যায় সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। তবে এখন বৃষ্টির পূর্বাভাস ৪৩ শতাংশ যেটি গতকালের ৭০ শতাংশের চেয়ে অনেক কম। তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য কমে এখন ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এমন পরিস্থিতিতে পুরো ওভারের ম্যাচ না হলেও অন্তত একটি সংক্ষিপ্ত ওভার ম্যাচ হতে পারে বলে আশা ।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম তেমন ভালো নয়, তাই গত মঙ্গলবারের ম্যাচের পরিণতিও হতে পারে। যদি ম্যাচটি মাঠে না গড়ায় তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো জয় ছাড়াই আসর শেষ করতে হবে দুই দলকে।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে,আগামীকাল শুক্রবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। আগামী শনিবার দেশে পৌঁছাবেন তারা।