মাত্র ৩০ ওভারেই অনেক অভিজ্ঞতা বাংলাদেশের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাদমান ইসলাম অপরাজিত ১০০ বলে ৫০ রানে

সাদমান ইসলাম অপরাজিত ১০০ বলে ৫০ রানে

হতাশ করা একটা দিনই কাটল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের। কারণ দিনের প্রায় বড় একটা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে।
জ্যামাইকা টেস্টের প্রথম দিনে শনিবার খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। যেখানে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তুলেছে ৬৯ রান।

স্যাবাইনা পার্কে এদিন রোদ ঝলমল করলেও প্রথম দুই সেশন ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি। তারপর বল মাঠে গড়াতে যেটুকু খেলা হলো তাতে ভাগ্য ভাল বলতে হবে বাংলাদেশের। তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেন উইন্ডিজের ফিল্ডাররা।

বিজ্ঞাপন

দুইবার জীবন পেয়ে সাদমান ইসলাম অপরাজিত ১০০ বলে ৫০ রানে। একবার জীবন পেয়ে শাহাদাত হোসেন দীপু ৬৩ বলে ১২ রানে অপরাজিত। এর আগে ১০ রানে বাংলাদেশ হারায় মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই দুটি উইকেট তুলেছেন কেমার রোচ।

মুমিনুলের উইকেট নিয়ে দারুণ এক মাইলফলক পূর্ণ করেন রোচ। প্রথম পেসার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ৫০ টেস্ট উইকেট নিলেন তিনি।

বিজ্ঞাপন

এদিন বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট জয় (৩)। জশুয়া দা সিলভার হাতে ক্যাচ তুলে দেন টাইগার ওপেনার।

সবশেষ ছয় ইনিংসে এনিয়ে তিনবার শূন্য রানে আউট হলেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজে ৭ টেস্টে শূন্য করে আউট চারবার। তার পথ ধরে তিক্ত একটা রেকর্ডও হলো তার। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড এখন মুমিনুলের। ১৭ বার শূন্যতে আউট টপকে গেলেন মোহাম্মদ আশরাফুলকে (১৬)।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০ ওভারে ৬৯/২ (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, শাহাদাত ১২*; রোচ ৭-২-২০-২, সিলস ৭-৫-২-০, শামার জোসেফ ৪-১-১০-০, আলজারি জোসেফ ৪-০-১৩-০, গ্রেভস ৫-১-১১-০, হজ ২-০-৯-০)
#১ম দিন শেষে