দুই শতাধিক দুস্থ পরিবারে জমিয়ত মহাসচিবের রমজান উপহার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ছবি: সংগৃহীত

দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ছবি: সংগৃহীত

স্বামীহারা রহিমা বেগমের অভাবের সংসার। গৃহকর্মীর কাজ করে সংসার চালান। রমজানের জন্য আলাদা কিছু কেনার সুযোগ নেই। এমনই পরিস্থিতিতে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষ থেকে পেলেন একটি খাবারের প্যাকেট। প্যাকেটটি পেয়ে আনন্দে আত্মহারা রহিমা কেঁদে ফেলেন। রহিমা বেগমের নীলফামারীর ডোমার উপজেলায়।

প্রতিবারের মতো মাহে রমজানকে সামনে রেখে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের অর্থায়নে এবারও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা জমিয়তের নেতাকর্মীদের ব্যবস্থাপনায় বিতরণকৃত একেকটি প্যাকেটে ১৩ প্রকারের খাদ্যসামগ্রী ছিল। দুস্থ পরিবারের মাঝে এসব প্যাকেট বিতরণ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী জেলার ডোমার উপজেলার মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন অঞ্চলের বাছাইকৃত ২ শতাধিক দুস্থ পরিবারের মাঝে রমজানের খাদ্য উপহার বিতরণ করা হয়।

প্রত্যেক প্যাকেটে ছিল ৭ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি মসূর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি সেমাই, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, গুড়া দুধ ৭৫ গ্রাম ও খেজুর ২৫০ গ্রাম।

বিজ্ঞাপন

খাবারের প্যাকেট পাওয়া ষাটোর্ধ্ব আবদুল খালেক বলেন, ‘মাওলানা সাহেব (মঞ্জুরুল ইসলাম আফেন্দী) নিয়মিত আমাদের খোঁজ-খবর নেন, বিভিন্ন প্রয়োজনে তাকে কাছে পাই। তিনি আমাদের কাছের মানুষ। এলাকার মানুষের জন্য অনেক কিছু করেছেন। শীতের সময় গরম কাপড় দেন, পানির কষ্ট লাঘবে টিউবওয়েল করে দিছেন।’

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আর্ত মানবতার সেবা ইবাদতের অংশ। নিজ এলাকার জন্য কিছু করতে পারা অবশ্যই আনন্দের। এলাকার মানুষদের ভালোবাসা থেকেই কিছু করার চেষ্টা করেছি। এলাকার গরীব-দুঃখীরা নানাভাবেই উপকার চায়। আমি সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করি। রমজান উপহার বিতরণ সেই চেষ্টারই অংশ।