ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শাবাব ফেব্রিকস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এসময় চারলেনের মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান, কারখানাটিতে ভালুকা সদর ইউনিয়নের বাশিল গ্রামে অবস্থিত। এখানে প্রায় ৫৫০ শ্রমিক কর্মরত। চলতি মাসসহ তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় রাস্তায় নেমে আসে তারা। এর আগে নভেম্বর মাসের বকেয়া বেতন তিন কিস্তিতে পরিশোধ করেন কারখানা কর্তৃপক্ষ। ভালুকা প্রশাসন, ভালুকা মডেল থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনী কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হুদা খান জানান, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।