ফের যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

ফের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফের উৎপাদন বন্ধ করেছে কারখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মোসলে উদ্দিন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

জানা যায়, গ্যাস সংকটের কারণে ১৩ মাসের বেশি দিন উৎপাদন বন্ধ থাকে যমুনা সার কারখানার। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর ১৪ দিনের মাথায় বুধবার রাত ৭টার পর অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে রাতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ করে দেয় যমুনা সার কারখানা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.স.ম মোসলে উদ্দিন বলেন, ‘অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বুধবার রাতে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে। আশা করছি অতি শীঘ্রই ত্রুটিপূর্ণ ভাল্বটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরব।’