ময়মনসিংহে ভোজ্যতেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে ভোজ্যতেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান, ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ভোজ্যতেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান, ছবি: সংগৃহীত

খুচরা দোকানে মিলছে না ভোজ্যতেল। গোপনে অনেকেই হাজার হাজার লিটার তেল মজুদ করে রাখছে। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় ভোজ্যতেলের অবৈধ মজুদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। এরই অংশ হিসেবে ময়মনসিংহে এনএসআই-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোজ্যতেলের অবৈধ গোপন মজুদের গুদামে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদের সন্ধান মেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, আসন্ন রমজান উপলক্ষে মানুষের কষ্ট লাগবের চেষ্টায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সমন্বয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহ শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি পরিত্যক্ত ফ্যাক্টরির গুদামে অভিযান পরিচালনা করা হয়। সেখানে এনজি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে ৫৯ হাজার লিটার ভোজ্যতেলের অবৈধ গোপন মজুদের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ম্যাজিস্ট্রেট রাফসান রাব্বি।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, এমন অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে শহরের সাধারণ ব্যবসায়ীরা এমন অভিযান কে স্বাগত জানিয়ে বলেছেন, ভোক্তা সাধারণকে জিম্মি করে ভোজ্যতেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা সময়ের দাবি।