রমজানে প্রতিদিনই বাজার মনিটরিং করা হবে: ভোক্তার ডিজি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে প্রতিদিনই বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, মনিটরিং টিমের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত মনিটরিং টিম অতিরিক্ত ৩০ দিন নিয়মিত বাজার মনিটরিং করবে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথা জানান তিনি। পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সার্বিক চিত্র তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, রমজান উপলক্ষে এবার প্রচুর পণ্য আমদানি হয়েছে, তবে ভোজ্যতেলে একটু অস্বস্তি রয়েছে। কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট করতে পারে। খুচরা কিছু ব্যবসায়ীর মধ্যে দেখা গেছে, সামনে না রেখে পিছনে লুকিয়ে রাখছে তেল।

দুদিন পর রমজান মাস শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, এবার চট্টগ্রাম বন্দরে নিত্যপণ্যের সরবরাহ অনেক বেড়েছে। বিভিন্ন উৎস থেকে জানা গেছে, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এক বছরের ব্যবধানে ছোলার আমদানি বেড়েছে ৬৪ শতাংশ, সয়াবিন তেল ৩৪ শতাংশ, খেজুর ২৩ শতাংশ, চিনি ২০ শতাংশ, ডাল জাতীয় পণ্য ৪৪ শতাংশ, রসুন ২০ ও আদা ৫৬ শতাংশ পর্যন্ত আমদানি বেড়েছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, তবে রমজানে আমরা ভোক্তাদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছি। স্বাভাবিক সময়ের তুলনায় টিমের সংখ্যা ৩০ থেকে ৬০টি অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। এছাড়া ৬৩টি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত তদারকি টিমের অতিরিক্ত ৩০ দিন নিয়মিত নিবিড়ভাবে বাজার মনিটরিং করা হবে। ভোক্তা অধিদপ্তর থেকে ইতোমধ্যে এ ব্যাপারে তাদের নির্দেশনা ও খরচ বরাদ্দ দেওয়া হয়েছে। ভোক্তাকে স্বস্তি ও শান্তিতে রাখার চেষ্টা করা হচ্ছে।