বগুড়ায় যুব শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়া জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার ব্যক্তির নাম শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহিন (৫২)। তিনি শহরের কাটনার পাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। পেশায় তিনি পরিবহন ব্যবসায়ী।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর রাকিব হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ধর্ষণসহ আগের তিনটি মামলাসহ ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিষ্ফোরণের একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।