মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গফুর মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত গফুর উপজেলার মাঝিরা এলাকার সুইকা জর্দারের ছেলে। তিনি অটোরিকশা চালক।

এ ঘটনায় তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তবে, তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে গফুর মিয়া তার অটোরিকশায় যাত্রী নিয়ে মধুপর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে মধুপুরগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ অটোরিকশাটি খাদে পড়ে ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে অটোরিকশা চালকে মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।