রাতে ওরস মেলায় গিয়ে নিখোঁজ, সকালে লাশ মিলল ধানখেতে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে ওরস মেলায় গিয়ে মমিনুল ইসলাম মমিন (১৮) নামে রাতে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ধানখেত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ১১টা দিকে জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে নিখোঁজ ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্ধি ইউনিয়নের বড় ঝোপনা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মমিন শারীরিক ভাবে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধায় মমিন ও তার ছোট বোন ডোয়াইল ইউনিয়নে নানা বাড়ীতে বেড়াতে যায়। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানা মোহাম্মদ আলীর সাথে বাড়ির পাশে মুশুদ্ধি মাজারের ওরশ শরীফে বেড়াতে যায়। এসময় ওরস মেলায় মানুষের ভিরে মুমিনকে হারিয়ে ফেলে নানা। পরে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে বাড়ী চলে যায় নানা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ডোয়াইল ইউনিয়নের ঝিনাই নদীর পাশে ধান ক্ষেতে মমিনের লাশ পড়ে থাকতে দেখ স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিহত মমিনের নানা মোহাম্মদ আলী বলেন, ‘বুধবার রাতে মাজারে গিয়ে হঠাৎ পাশ থেকে মমিন হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না তাকে না পেয়ে আমি বাড়ি চলে আসি। পরে সকালে জানতে পারি ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। পরে গিয়ে দেখি ঐটা মমিনের লাশ।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।