রাজশাহীতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজশাহীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মো. মিজান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কাটাখালী বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু কাটাখালী থানার সমসাদিপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে।

বিজ্ঞাপন

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাটাখালী বাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. মিজান নামে এক শিশু নিহত হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।