চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে সোপর্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

শামীমা সীমা চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ‘সংগ্রাম’ নামে ছাত্রলীগের একটি নারী গ্রুপের নেতৃত্ব দিতেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবেও পরিচিত।

তথ্য অনুসারে, চবিতে তৃতীয় শ্রেণির চাকরি নিলেও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ে যাননি তিনি। সম্প্রতি তিনি নগরীর গোলপাহাড় এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বুধবার অফিস থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে চকবাজার থানা পুলিশের একটি দল গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বিক্ষুব্ধ কিছু লোকজন চবি ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।