প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৩১ জনে।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৪৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৪ হাজার ৭৯৮টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। এ নিয়ে মোট ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বরিশালের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের করুণ দশা যেন কারও নজরে আসছে না। নগরীর ফলপট্টি মোড় থেকে ছোট লঞ্চঘাট পর্যন্ত ৮০০ মিটার সড়ক দীর্ঘ ১৫ বছর ধরে সংস্কারের অপেক্ষায় থাকলেও নৌ বন্দর কর্তৃপক্ষের বাধার কারণে কাজ হচ্ছে না।
পোর্ট রোডের এই অংশের দায়িত্ব নৌ বন্দর কর্তৃপক্ষের হলেও তারা নতুন জেটি ও প্রশাসনিক ভবন নির্মাণের মতো প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত, কিন্তু সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না। সিটি করপোরেশন বহুবার সড়কটি সংস্কার করতে চাইলে নৌ বন্দর কর্তৃপক্ষের বাধার সম্মুখীন হয়েছে।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশলী আব্দুল মোতালেব বলেন, আমরা একাধিকবার নৌ বন্দর কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং ঐতিহ্যবাহী পাইকারি কাঁচা বাজারের একটি বড় অংশ নিজেদের জায়গা দাবি করে কাঁটাতারের বেড়া দিয়েছে। এখন সেখানে নতুন জেটি ও প্রশাসনিক ভবন নির্মাণের কাজ করছে, যা ছোট নৌযান চলাচলে সমস্যা তৈরি করবে।
নৌ বন্দর কর্তৃপক্ষ যদিও বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে সড়ক সংস্কার করা হবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। নৌ বন্দরের সাবেক উপপরিচালক আব্দুর রাজ্জাক এর আগেও বলেছিলেন, সড়কটির টেন্ডার হয়ে গেছে, নৌ প্রকৌশল বিভাগ এটি নিয়ে কাজ করছে।
কিন্তু বর্তমান উপপরিচালক শেখ মোহাম্মদ সেলিম রেজা জানান, চরকাউয়া খেয়াঘাট থেকে স্টিমারঘাট পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যার অধীনে নতুন জেটি তৈরি হবে। সেই কাজের সঙ্গেই পোর্ট রোডের সড়ক সংস্কারের কাজ ধরা হয়েছে। তবে বিস্তারিত জানতে নৌ প্রকৌশল বিভাগই ভালো বলতে পারবে।
তবে নৌ প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল হুসাইন জানিয়েছেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। ওয়ার্ল্ড ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে কাজ হচ্ছে, তারা এ বিষয়ে ভালো বলতে পারবে।
বরিশালের পাইকারি কাঁচা বাজার দেশের অন্যতম বৃহৎ বাজার, যেখানে প্রতিদিন রাত ১০টা থেকে শুরু করে ভোর পর্যন্ত পণ্য ওঠানামা হয়। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জেটি নির্মাণের কারণে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পাইকারি বাজার সমিতির একজন মামুন হাওলাদার নামের এক ব্যবসায়ী বলেন, আগে ঘাটে মালামাল তুলতে ২০ টাকা খরচ হতো, এখন ৫০ টাকা খরচ হচ্ছে। কারণ নৌকা এখন আর ঘাটে ভিড়তে পারে না। দূরে খেয়াঘাটের একাংশে নৌকা ভেড়াতে হচ্ছে, ফলে মাথায় করে মালামাল আনা-নেওয়া করতে কুলিদের মজুরি ও পরিশ্রম বেড়ে গেছে। এর প্রভাব সরাসরি কাঁচাবাজারের পণ্যের দামে পড়ছে, যা ভোক্তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বরিশালের নদী গবেষক ও সুজন বরিশালের প্রতিনিধি রফিকুল আলম বলেন, নদীর জলসীমা বা ফোরসোর ব্যবহার করে ভবন বা জেটি নির্মাণের অধিকার জেলা প্রশাসনেরও নেই। এজন্য অবশ্যই নদী কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। ওয়ার্ল্ড ব্যাংকের সেই অনুমতি আছে কিনা, তা জানা জরুরি। বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে।
এই প্রকল্পের আওতায় কী ধরনের হচ্ছে এবং তা যথাযথ অনুমোদন নিয়ে ককাজরা হচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তবে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি টানা দুই দিন চরকাউয়া খেয়াঘাট এলাকায় ওয়ার্ল্ড ব্যাংকের কোনো কর্মকর্তা বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি সড়ক সংস্কার করা হলেও প্রশাসনিক জটিলতায় তা আলোর মুখ দেখছে না। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখন কার্যকর পদক্ষেপ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ। সুযোগসন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশের ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হলো।
এর আগে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গতকাল এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, ধস্তাধস্তি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনা ঘটে।
এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি সন্ধ্যার পর শান্ত হয়। তবে রাতে বাংলামোটরে সড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। রাত পৌনে ৯টার দিকে শুরু করে ঘণ্টাখানেক তাদের সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়। রাত ১১টার দিকে সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে রাস্তার পাশে অবস্থান নেন।
এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়। হামলাকারীদের বিষয়ে কোনো সুরাহা না হলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ (অবরোধ) করা হবে।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩ টি সুইচ গিয়ার এবং ৪ টি চাকু জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তাপস কর্মকার বলেন, গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ৯টা হতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত র্যাব-১০ লালবাগ ক্যাম্প এর একটি আভিযানিক দল লালবাগ সেকশন এলাকাসহ আশপাশ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব-১০ তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
তিনি বলে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা করা হয়েছে।
ভাষা শহিদদের স্মরণে রাজশাহী কলেজ ক্যাম্পাসে কৃষক মনির প্রায় ৩ হাজার সূর্যমুখী ফুলের মাধ্যমে ‘অমর একুশ’ লিখে শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজের প্রশাসন ভবনের সামনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ভাষা আন্দোলনের শহিদদের অবদান এবং একুশের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
কৃষক মনির জানান, সূর্যমূখী ফুলগুলো মূলত একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে লাগিয়েছিলাম, তবে ফুলগুলো ফুটতে দেরি হওয়ায় আজকের দিনে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আমাদের নতুন প্রজন্ম যেন উপলব্ধি করতে পারে, কেন ভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিলো।
শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের অবদান সম্পর্কে নতুন করে ভাবতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। সূর্যমূখী ফুলের মাধ্যমে 'অমর একুশ' লেখার এই অভিনব উপস্থাপনা আমাদের মধ্যে একুশের চেতনা জাগিয়ে তুলেছে। এমন উদ্যোগগুলো আমাদের প্রজন্মকে আরও আলোকিত করবে এবং ভাষা আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. ইব্রাহিম আলী।