দুর্নীতি মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (১ ডিসেম্বর) ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মঞ্জুরুল হোসেন খালাসের এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময়, ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৭ কয়লাখনি দুর্নীতির মামলায় ও ২৮ আক্টোবর অর্থ আত্মসাতের একটি মামলায় তিনি খালাস পান।

বিজ্ঞাপন

রোববরা খালাস পাওয়া মামলাটি ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।