বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত ও দক্ষিণী তারকা সামান্থা রুথপ্রভু। ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই দুই তারকা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তালাপ করে থাকেন। একে অপরকে দারুণ পছন্দ করেন তারা। তাই কখনও কেউ কারও প্রশংসা করতে পিছপা হন না তারা।
এরই ধারাবাহিকতায় আজ (২৩ মার্চ) কঙ্গনা রনৌতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সামান্থা রুথপ্রভু।
বিজ্ঞাপন
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দক্ষিণী এই তারকা বলিউডের এই অভিনেত্রীকে প্রতিভাব পাওয়ার হাউস বলে উল্লেখ করেছেন।
সামান্থার করা পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও শেয়ার করেছেন কঙ্গনা রনৌত।
বিজ্ঞাপন
আজ (২৩ মার্চ) ৩৫ বছরে পা দিলেন কঙ্গনা রনৌত। বিশেষ এই দিনটি উপলক্ষে বিষ্ণু দেবী মন্দিরে গিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এই সফরে তার সঙ্গে রয়েছেন বোন রঙ্গলি চান্দেলও।
বোন রঙ্গলির সঙ্গে কঙ্গনা
‘গসিপ গার্ল’, ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গ মারা গেছেন। গতকাল বুধবার নিউইয়র্কে অভিনেত্রীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। মিচেলের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। পরে ভ্যারাইটি, বিবিসি, সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে তরুণ এই অভিনেত্রীর মৃত্যুর খবর।
নিউইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ তার ম্যানহাটানের অ্যাপার্টমেন্টে হাজির হয়ে অভিনেত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
মিচেল ট্র্যাকটেনবার্গ কিশোরী বয়স থেকে অভিনয় করছেন
জরুরি সেবার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। মিচেলের বাসায় কোনো অপরাধ তৎপরতার আলামতও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, কিছুদিন আগেই মিচেলের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়।
মিচেলের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র গ্যারি ম্যানটোশ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিচেল ট্র্যাকটেনবার্গ মারা গেছেন। এই কঠিন সময়ে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।’
অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গ
১৯৮৫ সালের ১১ অক্টোবর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন মিচেল। মাত্র তিন বছর বয়সেই অভিনয় শুরু করেন। শুরুতে করতেন বিজ্ঞাপন চিত্র, পরে কাজ করেন টিভিতে।
আলোচিত টিন ড্রামা ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ দিয়ে তিনি প্রথম পরিচিতি পান। আরেকটি আলোচিত সিরিজ ‘গসিপ গার্ল’-এ অভিনয় করে তাঁর পরিচিতি আরও ছড়িয়ে পড়ে। টিভি সিরিজের পাশাপাশি ‘ইউরো ট্রিপ’, ‘মিস্ট্রেরিয়াস স্কিন’, ‘১৭ এগেইন’ ইত্যাদি সিনেমাতেও দেখা গেছে তাঁকে। গত বছর তাঁর অভিনীত সবশেষ সিনেমা ‘দ্য স্ক্রিবলার’ মুক্তি পায়।
অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গ
মিচেল ট্র্যাকটেনবার্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী থেকে ভক্ত-অনুসারীরা।
মনোজের সঙ্গে প্রেম ও প্রথম প্রেম নিয়ে যা বললেন প্রভা
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
সাদিয়া জাহান প্রভা । ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানে তিনি রূপসজ্জাবিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি দেশে ফিরেছেন। নতুন কোনো কাজের খবর নেই। তবে বিনোদন অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তার সরব উপস্থিতি লক্ষণীয়। কথা বলছেন সংবাদমাধ্যমের সঙ্গেও।
প্রভা অভিনয়ে ফিরতে চান। পছন্দসই গল্পের অপেক্ষায় আছেন। যখনই মনের মতো গল্প পাবেন, তখনই আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। দুই দশকের ক্যারিয়ারে প্রভা অসাধারণ সব বিজ্ঞাপনচিত্র ও নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছিল।
সাদিয়া জাহান প্রভা । ছবি: ইন্সটাগ্রাম
এবার মনোজের সঙ্গে প্রেমের প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। এক ভিডিও সাক্ষাৎকারে প্রভা বলেন, ‘মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। কিন্তু মিডিয়ায় প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে।’ প্রভা জানান, মনোজের সঙ্গে প্রেমের সম্পর্ক চাউর হওয়ার কারণে তাদের দুজনের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হয়ে যায়।
কথা প্রসঙ্গে নিজের জীবনের প্রেমের সম্পর্ক নিয়ে অকপট কথা বলেছেন প্রভা। তিনি বলেন, ‘আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। সেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোরগলায় মিথ্যা বলেছি বা অস্বীকার করেছি, সেগুলো গুজবই ছিল।’
মনোজ প্রামাণিক
অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে। তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনের। তখন আর একসঙ্গে থাকা হয়নি।
সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়ে ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে। তিনি বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ, প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এত গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’
সাদিয়া জাহান প্রভা । ছবি: ইন্সটাগ্রাম
কথা প্রসঙ্গে প্রভা বলেন, ‘“প্রাক্তন” শব্দটা আমার ভীষণ প্রিয়। মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। “প্রাক্তন” আমার কাছে সুন্দর একটা নাম। তাঁর সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে ছিল, এটা করেছে, ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।’
গ্রেফতার হয়েছেন তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালি। গত ২৬ ফেব্রুয়ারি রাতে তাকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যে ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
মুরালিকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য।
জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।
কৃষ্ণা মুরালি দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা। ‘ক্র্যাক’, ‘টেম্পার’, ‘জেমিনি’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান।
অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।
এ সময়ে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। তাকে দর্শক শুধুই ভালোবাসেন কাজের মাধ্যমে। কারণ, তার ব্যক্তিজীবনে নেই কোন রসালো গল্প।
খুবই বুঝে শুনে পা ফেলেন এই অভিনেত্রী। ভালো গল্প, চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজেই শুধু তার ঝোঁক। নেই শোবিজ পলিটিক্স, কিংবা গসিপিং-এ। অভিনয়ের বাইরে বাকীটা সময় কাটান পরিবার, বই পড়া কিংবা সিনেমা দেখার মাধ্যমে।
সাবিলা নূর । ছবি: টুডে স্টোরি
তাইতো কখন যে লুকিয়ে লুকিয়ে একটি বই লিখে ফেললেন কেউ জানতেই পারেনি। কাজ হওয়ার আগে তার বিন্দুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেননি এই মেধাবী অভিনেত্রী। অথচ আজ একুশে বইমেলার শেষবেলাতে এসে একেবারে বইয়ের প্রচ্ছদ নিয়ে হাজির সাবিলা!
চুপিসারে লেখক বনে গেলেন এই তারকা। নিজের লেখা প্রথম বইয়ের মোড়ক ফেসবুকে প্রকাশ করে সাবিলা লিখেছেন, ‘‘আমার প্রথম বই ‘ভালোবাসা অতঃপর’। এই বইজুড়ে থাকছে দশ রকমের দশটি গল্প। পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। অনন্যা প্রকাশনী, প্যাভিলিয়ন-২৭’।’’
সাবিলার প্রথম বইয়ের প্রচ্ছদ
বইটির লেখক সাবিলা একা নন। যৌথভাবে লিখেছেন সালাম রাসেল নামের আরেক লেখক।
প্রসঙ্গত, লেখক হিসেবে সাবিলা এবারই প্রথম আত্মপ্রকাশ করলে তিনি লেখালেখি করেন ছোটবেলা থেকেই। সেই লেখা যে কেবল নিজের নোটবুক কিংবা ডায়রিতে খসড়া হিসেবেই থেকে গেছে তাও কিন্তু নয়।
সাবিলা নূর । ছবি: শায়ান তানজিল
এই অভিনেত্রীর লেখা গল্প নিয়ে ২০২১-এ নির্মিত হয় নাটক ‘পারাপার’। রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় সেই নাটকে অভিনয় করেন সাবিলা নূর নিজেই। তার সহশিল্পী ছিলেন তাহসান খান ও মনোজ প্রামাণিক।
এরপর ২০২২-এ সাবিলা লেখেন দর্শক নন্দিত নাটক ‘রিদিকা’র গল্পটি। সেই নাটকে তার সহশিল্পী ছিলেন ইয়াস রোহান।
সাবিলা নূর । ছবি: টুডে স্টোরি