বলিউড ইন্ডাস্ট্রিতে ফের করোনার থাবা। এবার ভয়াবহ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন কারিশমা কাপুর।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে মুম্বাইয়ের এক ফিল্ম স্টুডিওর বাহিনে হঠাৎ করেই দেখা হয় কাজল-কারিনার। সেখানেই করোনা প্রসঙ্গে বেবো কাজলকে জানান যে করিশমা করোনা আক্রান্ত হয়েছে। ব্যাস! বেশ খানিকটা দূরে থাকলেও পাপারাজ্জিদের কান এড়ায়নি এই খবর। সেই মুহূর্তের ভিডিও নেটমাধ্যমে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
আজ (৫ মার্চ) কারিশমার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন কারিনা কাপুর খানের ননদ সাবা আলি খান। বলিউডের এই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন সাবা।
নিজের জীবন শেষ করে রাজামৌলির দিকে আঙুল তুললেন ‘বন্ধু’
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
এসএস রাজামৌলি । ছবি: ফেসবুক
বিনোদন
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল ‘বাহুবলী’খ্যাত জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলির বিরুদ্ধে। শ্রীনিবাস রাও নামে এক ব্যক্তি তার সুইসাইড নোটে বেশকিছু অভিযোগ রেখে গিয়েছেন রাজামৌলির বিরুদ্ধে। এক মহিলাকে কেন্দ্র করেই নাকি গোলমালের সূত্রপাত। আর সে কারণেই তার জীবন নষ্ট করে দিয়েছেন পরিচালক!
শ্রীনিবাস রাও নামে ওই ব্যক্তি নিজেকে রাজামৌলির ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছেন। পরিচালক নাকি তার উপর মানসিক অত্যাচার করেছেন। বার বার তিনি দাবি করেছেন, এক মহিলার জন্যই জীবন নষ্ট হয়েছে শ্রীনিবাসের। এমনকি রাজামৌলিই নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ।
এসএস রাজামৌলি । ছবি: ফেসবুক
শ্রীনিবাস সুইসাইড নোটের সঙ্গে একটি ভিডিওতে নিজের বয়ান জানিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, “আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনও উপায় নেই। ওর জন্যই ৫৫ বছর বয়সেও আমি একাকী থেকে গিয়েছি। ‘যমদোগনা’ ছবি পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু এক মহিলার জন্য আমার জীবন ও নষ্ট করে দিয়েছে।”
৩৪ বছর ধরে রাজামৌলির সঙ্গে বন্ধুত্ব বলে দাবি করেন শ্রীনিবাস। কিন্তু ত্রিকোণ প্রেমের জেরে নাকি বন্ধুত্বে তিক্ততা শুরু হয়। এই মহিলার প্রতি প্রেমে ছিল রাজামৌলির। পরে শ্রীনিবাসও মহিলার প্রেমে পড়েছিলেন। কিন্তু বন্ধুত্বের কথা মাথায় রেখে পিছিয়ে এসেছিলেন শ্রীনিবাস। কিন্তু তা সত্ত্বেও রাজামৌলি তাঁকে সন্দেহের চোখে দেখতে থাকেন। ক্রমশ রাজামৌলি তাঁকে মানসিক অত্যাচারও করতে থাকেন বলে অভিযোগ।
তাই শ্রীনিবাস তার ভিডিওতে বলেছেন, ‘এখন আমার বয়স ৫৫। আমি আর এই হেনস্থা নিতে পারছি না।’
এসএস রাজামৌলি । ছবি: ফেসবুক
সেই মহিলার দ্বারা প্রভাবিত হয়েই নাকি রাজামৌলি তার যন্ত্রণা বুঝতে পারেননি। এমনকি, ‘বাহুবলী’ ছবির পরিচালক তার উপর কালো জাদু করেছেন বলেও অভিযোগ শ্রীনিবাসের। সুইসাইড নোটে শ্রীনিবাস অনুরোধ করেছেন, যাতে রাজামৌলির উপর ‘লাই ডিটেক্টর’ পরীক্ষা করা হয়।
এ বছর অস্কারে ইতিহাস তৈরি করতে চলেছেন বিশ্ববিখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা। বিশ্ব বিনোদনের মর্যাদাপূর্ণ এ আসরে প্রথম কে-পপ শিল্পী হিসাবে পারফর্ম করবেন তিনি। ।অস্কারের আয়োজক প্রতিষ্ঠান একাডেমি ঘোষণা করেছে, তিনি পুরস্কার বিতরণী মঞ্চে পারফর্ম করবেন। এর মাধ্যমে, লিসা তার একক ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছেন।
লিসার এই অর্জন কে-পপ শিল্পের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে চিহ্নিত হবে। কারণ লিসাই হচ্ছেন প্রথম কে-পপ তারকা, যিনি অস্কারের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। ৯৭তম অস্কার আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা
লিসা পারফর্ম করবেন ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার দোজা ক্যাটের সঙ্গে।
গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত ‘বর্ন অ্যাগেইন’ শিরোনামের একটি গানে একসঙ্গে কাজ করেছেন লিসা, দোজা ক্যাট ও রেই। এটি লিসা অভিনীত ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে ব্যবহৃত হয়েছে। তার নতুন অ্যালবাম ‘অল্টার ইগো’তেও থাকবে এই গান।
‘বর্ন অ্যাগেইন’ গানে একসঙ্গে কাজ করেছেন দোজা ক্যাট, লিসা ও রেই
এছাড়া ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে তাদের ব্লকবাস্টার ছবি ‘উইকেড’-এর গানের মেডলি পরিবেশন করবেন বলে আশা করা হচ্ছে।
আমেরিকান অভিনেত্রী-র্যাপার কুইন লতিফা গত ১২ মাসে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের গান গেয়ে শ্রদ্ধা জাাবেন। এছাড়া থাকবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরালের সমবেত সংগীত পরিবেশনা।
ব্লকবাস্টার ছবি ‘উইকেড’-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে এবং সিনথিয়া এরিভো
এবারের অস্কারের পারফরম্যান্সে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। অস্কারে সাধারণত সেরা মৌলিক গান বিভাগে মনোনীত গানগুলোর শিল্পী-সুরকারদের পরিবেশনা দেখা যায়। এবারের আসরে মনোনীত হয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ছবির ‘এল মাল’ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল, জ্যাক অঁডিয়ার) ও ‘মি কামিনো’ (ক্লেমোঁ দ্যুঁকল, কামিল), ‘দ্য সিক্স ট্রিপল এইট’ সিনেমার ‘দ্য জার্নি’ (ডায়েন ওয়ারেন), ‘সিং সিং’ চলচ্চিত্রের ‘লাইক অ্যা বার্ড’ (অ্যাব্রাহাম আলেকজান্ডার, অ্যাড্রিয়ান কেসাদা), ‘এলটন জন: নেভার টু লেট’ প্রামাণ্যচিত্রের ‘নেভার টু লেট’ (এলটন জন, ব্র্যান্ডি কার্লাইল, অ্যান্ড্রু ওয়াট, বের্নি টপিন)।
‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা
অনুষ্ঠানে এগুলোর পরিবেশনা থাকবে নাকি থাকবে না সেসব জানায়নি আয়োজকরা।
জহিরের সঙ্গে বিয়ের পর ধর্মান্তরিত হয়েছেন সোনাক্ষী!
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল দম্পতি
বিনোদন
জহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে বলিউডের প্রথমসারির অভিনেত্রী সোনাক্ষী সিনহার ধর্মান্তরণের প্রসঙ্গ। সত্যিই কি হিন্দু থেকে স্বামীর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অভিনেত্রী?
গত বছর ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন সোনাক্ষী সিন্হা ও জহির ইকবাল। না, আক্ষরিক অর্থে পিঁড়িতে বসতে হয়নি তাকে। কোনও ধর্মীয় আচার ছিল না সোনাক্ষীর বিয়েতে। আইনি বিয়ে সেরে এক জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকা দম্পতি।
জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা দম্পতি
ভিন্ন ধর্মে বিয়ে করছেন সোনাক্ষী, তা নিয়ে সিন্হা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে আসেননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ। জহিরকে বিয়ে করে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে অভিনেত্রীকে?
একে অপরকে ভালবেসে বিয়ে করেছেন, তাই ধর্ম নিয়ে আলোচনা হয়নি তাদের মধ্যে। যদিও জহিরের সঙ্গে ‘নিয়াজ’-এ বসেন সোনাক্ষী। এটি ইসলাম ধর্মালম্বীদের একটি উপাচার। একই ভাবে জহির সোনাক্ষীর সঙ্গে বসেন দীপাবলির পুজোয়।
জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা দম্পতি
শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষীর সাফ কথা, ‘দুটো মানুষ একে অপরকে ভালবেসেছে, তাই তারা বিয়ে করেছে। আমাদের সম্পর্কের মাঝে ধর্ম কখনওই অন্তরায় হয়ে দাঁড়ায়নি। আমি যেমন ওর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ঠিক একই অনুভূতি ও আমার ধর্মের প্রতি। আমরা বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছি। ধর্মান্তরিত হওয়ার কোনও প্রশ্নই উঠছে না।’
বাংলাদেশি অ্যাঞ্জেল নূরের গানের প্রশংসায় অরিজিৎ সিং
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
অ্যাঞ্জেল নূর ও অরিজিৎ সিং
বিনোদন
বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী অ্যাঞ্জেল নূরের প্রশংসায় ভারতের শীর্ষ গায়ক অরিজিৎ সিং। অ্যাঞ্জেলের নতুন গান ‘যদি আবার’ নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’
গতকাল রাতে নিজের ফেসবুকে নূর লিখেছেন, ‘অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। আমি এখন হয়তো কেঁদে ফেলব।’
অ্যাঞ্জেল নূর
তার এই পোস্টের নিচে মন্তব্য করেছেন অনেক-ভক্ত অনুসারী। অনেকে এনজেল নূরকে শুভকামনা জানিয়েছেন। অ্যাঞ্জেলের গানটি নিয়ে অরিজিতের ফ্যান গ্রুপেও চলছে নানা আলোচনা। কলকাতার অনেক শ্রোতাও অ্যাঞ্জেলের প্রশংসা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাভার গান আলোচনায় আসেন অ্যাঞ্জেল নূর। পরে প্রকাশ করেন তার নিজের গান। ‘যদি আবার’ গানটি অ্যাঞ্জেল নূরেরই লেখা ও সুর করা।
অ্যাঞ্জেল নূর
২০২৪ সালের ১৪ জানুয়ারি অ্যাঞ্জেল নূরের নিজের চ্যানেল থেকে ইউটিউবে মুক্তি পায়। গানের নিচে মন্তব্যের ঘরে অনেকে ভক্ত তার গানের কথা, সুর ও গায়কির প্রশংসা করেছেন।
গানের পাশাপাশি অভিনয়ও নিয়মিত অ্যাঞ্জেল নূর। সবশেষ তাকে দেখা গেছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায়। এখন তিনি ব্যস্ত ওয়েব সিরিজ ‘মোবারকনামা’র নতুন মৌসুমের শুটিংয়ে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর নতুন আরেকটি ওয়েব সিরিজেও দেখা যাবে তরুণ এই গায়ক-অভিনেতাকে।