কালীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ঝিনাইদহের কালীগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ আগস্ট) রাতে উপজেলার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা জানান, সন্ধ্যার পর তার মেয়ে পাশের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই গ্রামের প্রিন্স, নয়ন, রাসেল তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। সেখান থেকে কাছেই একটি স্থানে তাকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। ওই সময় গ্রামের এক ব্যক্তি বিষয়টি দেখে ফেলে।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত প্রিন্স ও নয়নকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন