ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি নেতা অ্যাড. এস এম মশিয়ুর রহমানকে আহ্বায়ক, অ্যাড. এমএ মজিদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কতদিনের মধ্যে সম্মেলন করা হবে তা জানানো হয়নি।

আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসকে আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

বিজ্ঞাপন

সাইফুল ইসলাম ফিরোজ, অ্যাড. আলাউল হক আলো, আবুল হোসেন, আসাদুজ্জামান মিলন, আতিয়ার রহমান, আবু বকর বিশ্বাস, এ.কে.এম ওয়াজেদ, এনামুল হক মুকুল, রবিউল ইসলাম, অ্যাড. আব্দুল আলিম, শহিদুল ইসলাম বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, ডা. ইব্রাহিম রহমান বাবু, নজরুল ইসলাম জোয়াদ্দার, ওসমান আলী, রফিকুল ইসলাম দিপু, আবু রেজা চুন্নি, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ফিরোজ বিশ্বাস, মিজানুর রহমান বাবলু, জাফর মোল্লা, হুমায়ুন বাবর ফিরোজ, অধ্যাপক হাবিবুর রহমান, মনিরুল ইসলাম হিটু, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সালাউদ্দিন বুলবুল সিডল, মো. ফারুক হোসেন খোকন, ফারুকুল আলম শিখা, মাহফুজুল হক খান বাবু, মেহেদী হাসান রনি, প্রকৌশলী মমিনুর রহমান, মো. সাইফুল ইসলাম, জিন্নাতুল হক খান, তাইজাল হোসেন, শাহবুবুর রহমান, নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, হারুন অর রশিদ মোল্লা, আলাউদ্দিন, তারিকুজ্জামান, অ্যাড. কামরুজ্জামান, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু, মোজাম্মেল হককে সদস্য করা হয়েছে।

সর্বশেষ ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মশিউর রহমানকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক জেলা কমিটি ঘোষণা করা হয়।