ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহের মানচিত্র, ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মানচিত্র, ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে খুলনা থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

কোটচাঁদপুরে রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ জানান, কপোতাক্ষ ট্রেনটি রাজশাহী থেকে খুলনা যাচ্ছিল। সন্ধ্যা ৭ টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি দিয়ে চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনা থেকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা সঠিকভাবে জানাতে পারেননি তিনি।

 

বিজ্ঞাপন