ঝিনাইদহে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

বাগানে গৃহবধূর মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাগানে গৃহবধূর মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহের কালীগঞ্জে কাস্টসাগরা গ্রামের একটি লিচু বাগান থেকে আয়েশা খাতুন মিম (১৮) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হাশেম আলীর ছেলে এখলাস উদ্দিনের স্ত্রী।

বিজ্ঞাপন

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বিকেলে লিচু বাগানে আয়েশা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পারিবারিক কলহের জের ধরে তার স্বামী এখলাস উদ্দিন তাকে গলাকেটে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। এ ঘটনার পর থেকে স্বামী এখলাস পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুই মাস আগে প্রেমের সম্পর্কের জের ধরে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের হাশেম আলীর ছেলে এখলাসের সঙ্গে বিয়ে হয় কাস্টভাঙ্গা গ্রামের ইদ্রিস মন্ডলের মেয়ে আয়েশার। পরে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মোবাইলে আশেয়া খাতুনকে বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্বামী এখলাস।