বাল্যবিয়ে দেয়ার অপরাধে বাবা-শ্বশুরের জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার গ্রামে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবা ও শ্বশুরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রাণী সাহা এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতের বিচারক জানান, চলতি মাসের ৪ তারিখে গোপনে বারোবাজার গ্রামের ফারুক হোসেনের মেয়ে বেলাট দৌলতপুর আলিম মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই এলাকার আমির আলীর ছেলে সবুজের বিয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীকে শ্বশুরবাড়ীতে পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়ের বাবা ফারুক হোসেন ও বরের বাবা আমির আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, ১৮ বছর বয়স পূর্ণ না হলে শ্বশুর বাড়িতে পাঠানো যাবে না।

বিজ্ঞাপন

আদালতে বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।