ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকায় ট্রাকচাপায় অপু হোসেন (১৮) নামে এক কিশোর মারা গেছেন। আহত হয়েছেন দুইজন।

সোমবার (১ জুলাই) বিকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত অপু কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের নজু বিশ্বাসের ছেলে। তিনি যশোর নজরুল ইসলাম ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, বিকাল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে অপুসহ তিনজন ঝিনাইদহ সদর থেকে কালীগঞ্জ ফিরছিলেন। খয়েতলা নামক স্থানে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই অপু নিহত হন। আহত হন সাথে থাকা সুজন ও মেহেদী।

আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

বিজ্ঞাপন