বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, দিনাজপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩। ছবি: প্রতীকী

বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩। ছবি: প্রতীকী

দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের চুনিয়াপাড়ায় বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফছার আলী আশরাফুল আলম (৩২) ও তার মেয়ে আইভি ( ১০) এবং সাজদার খলিফা (৪৮)। তার ঠিকানা জানা যায়নি।

আহতরা হলেন- নিহত আশরাফুল আলমের বাবা আফছার আলী (৭০) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফা কামাল (৩৮) ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিনাজপুর থেকে একটি বাস গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী নিয়ে দিনাজপুর শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে বাসটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।