সাপের ফনায় ‘ঝাপান খেলা’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ঝাপান খেলা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝাপান খেলা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘ঝাপান খেলা’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে বাদাম তলা বাজারে এ খেলার আয়োজন করা হয়। বাজার কমিটি এ খেলার আয়োজন করে। দুপুরের পর থেকেই ঝাপান খেলা দেখতে বাজারে ভিড় করে শত শত মানুষ। দুপুরের পর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

৬টি সাপুড়ে দলের অর্ধ শতাধিক সাপ এই খেলা দেখায়। বাদ্যের তালে তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সঙ্গে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। সাপুড়ের ইশারায় সাপের এই অঙ্গভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় অনাবিল আনন্দ। আর তাই এই দুর্লভ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা।

ঝিনাইদহ শহর থেকে আসা নীলা আশিকী নামে এক গৃহবধূ বলেন, ‘আমি এই প্রথম ঝাপান খেলা দেখছি। আমার খুব ভালো লেগেছে। আমি চাইব এ ধরনের আয়োজন যেন প্রতি বছর করা হয়।’

বিজ্ঞাপন

বাদাম তলা বাজার কমিটির সভাপতি ইউপি সদস্য শওকত আলী বলেন, ‘বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ধরে রাখতে আর এলাকার মানুষকে একটু আনন্দ দিতেই এ আয়োজন। খেলায় সকলকে পেছনে ফেলে প্রথম হয় জেলার শৈলকুপা উপজেলার ভাটই এলাকার সোহেল সাপুড়ে।