যুদ্ধাপরাধ: ঝিনাইদহে আ.লীগ নেতাসহ গ্রেফতার ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মিয়া, ছবি: সংগৃহীত

ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মিয়া, ছবি: সংগৃহীত

যুদ্ধাপরাধের মামলায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মিয়াসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপরজন হলেন ইউনিয়নের কোলা গ্রামের সাহেব আলী মালিতা।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আব্দুর রশিদ মিয়া ও সাহেব আলী মালিতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত চলছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ প্রসিকিউশন। পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি নির্বাচিত হন।

বিজ্ঞাপন