ঝিনাইদহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে নিচে পড়ে গেছে মাহিন্দ্রটি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে নিচে পড়ে গেছে মাহিন্দ্রটি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আট জন।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পলি খাতুন (৩৫)। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায় নি।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে ঝিনাইদহ থেকে যাত্রীবাহী একটি মাহেন্দ্র বিষয়খালী বাজারে যাচ্ছিল। লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও মাহেন্দ্র রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হয় পুকুর পাড়ে থাকা একটি দোকানের দোকানীসহ আরো ৯ জন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আরো এক নারীকে মৃত ঘোষণা করেন। এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে ।

বিজ্ঞাপন

হেলপার দিয়ে ট্রাক চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।