ঝিনাইদহে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

মরদেহটি উদ্ধার করে পুলিশ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মরদেহটি উদ্ধার করে পুলিশ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ শহরের ভূটিয়ারগাতী এলাকার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের ভূটিয়ারগাতি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, শহরের ভূটিয়ারগাতি এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন