ইয়াবাসহ বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার হুসাইন কবির। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গ্রেফতার হুসাইন কবির। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া এলাকা থেকে মেহেরপুর জেলা কারাগারের সাময়িক বরখাস্তকৃত কারারক্ষী হুসাইন কবিরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

এর আগে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুসাইন কবির চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের মৃত মেসের আলীর ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সদর উপজেলার লাউদিয়া এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালান। এ সময় হুসাইন কবিরকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মাদক মামলা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মেহেরপুরের জেলার শরিফুল আলম জানান, পারিবারিক একটি কারণে ঝিনাইদহ জেলা কারাগার থেকে সাময়িক বরখাস্ত হয়ে মেহেরপুর জেলা কারাগারে সংযুক্ত আছেন হুসাইন কবির।