মহেশপুর ও কোটচাঁদপুরে মনোনয়ন জমা দিলেন যারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ছিল মনোনয়ন জমাদানের শেষ দিন। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন।

বিজ্ঞাপন

কোটচাঁদপুর উপজেলা নির্বাচন অফিসার মেহেদি হাসান জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরিফুজ্জামান মিকি, আওয়ামী লীগ সমর্থিত শাহাজান আলী, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলাম সাথী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুল করিম, আবুল কালাম হাওলাদার, রেজাউল ইসলাম রেজা, রিয়াজ হোসেন, শরিফুল ইসলাম, মীর কাশেম আলী, রোস্তম কবির, আশরাফুজ্জামান খান মুকুল, একরামুল হক ও স্বতন্ত্র প্রার্থী নিমাই চন্দ্র দে।

বিজ্ঞাপন

নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন রুবিনা খাতুন, পিংকী খাতুন ও নাছিমা ইসলাম।

অপরদিকে মহেশপুর উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল এমরান জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ময়জদ্দীন হামিদ, আওয়ামী লীগ সমর্থিত মীর সুলতানুজ্জামান লিটন, হারুন অর রশীদ ও বিএনপি মনোনীত এসএম শাহাজামান মোহন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন লক্ষণ কুমার হালদার, গোলাম কাদের, আজিজুল হক আজা, মুকুল গাজী, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন, সামাউল ইসলাম ও তরিকুল ইসলাম।

নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন রেহেনা খাতুন, শামীমা সুলতানা শিউলী, ইশরাত জাহান মিনি, হাসিনা খাতুন হেনা ও নাসরিন খাতুন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর উপজেলাসহ দেশের আরও ৬টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলা মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১৪ অক্টোবর।