বাসযাত্রীর জুতার ভেতরে ১ কেজি ৪শ গ্রাম স্বর্ণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

আটক শরিফ উদ্দিন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটক শরিফ উদ্দিন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহে ১২ পিস স্বর্ণের বারসহ শরিফ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত শরিফ উদ্দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ার শফি উদ্দিনের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে বাসযোগে একটি স্বর্ণের চোরাচালান দর্শনায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসায় তারা। রাতে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শরিফ উদ্দিনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় জুতার ভেতরে লুকানো অবস্থায় ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ৪শ গ্রাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।