হরিণাকুন্ডু পৌরসভার মেয়রের ১ বছরের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

শাহিনুর রহমান রিন্টু, ছবি: সংগৃহীত

শাহিনুর রহমান রিন্টু, ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডু পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ রায় দেন। পরে আপিল করা সাপেক্ষে আদালত রিন্টুর জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ জুলাই লোডশেডিং জনিত কারণে উপজেলার দিগনগর গ্রামে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে মেয়র রিন্টু ও তার লোকজন হামলা চালান। এ সময় উপকেন্দ্রে ভাঙচুরসহ ইউসুফ আলী নামের এক লাইনম্যানকে মারধর করেন তারা। এ ঘটনার পরের দিন ১৪ জুলাই ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন এমরুল হাসান মাসুদ বাদী হয়ে পৌরসভার মেয়র রিন্টুর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি পিবিআই পরিদর্শক আব্দুল লতিফ ছয়জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২০ দিনের কারাদণ্ড দেন বিচারক।

অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন