পুলিশের মারধরের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ট্রাক চালককে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এসময় দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

শ্রমিকদের অভিযোগ, রাত সাড়ে ৮টার দিকে শহরের আরাপপুরে একটি ট্রাক বিকল হয়ে যায়। এসময় চালক পার্শ্ববর্তী হোটেলে খাবার খেতে গেলে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা গাড়িতে থাকা কাগজপত্র বের করে নেয়। এছাড়াও চালক আলামিন হোসেনকে মারধর করে। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের সাথে শ্রমিক নেতৃবৃন্দের মীমাংসায় যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর বলেন, ‘ট্রাক শ্রমিককে মারধর করার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে সদর থানার ওসি মিজানুর রহমান খান ও ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন আশ্বাস দিয়েছেন এ ধরনের কোনো ঘটনা পরবর্তীতে ঘটবে না। এছাড়াও যে গাড়িগুলোকে মামলা দেওয়া হয়েছে সেগুলোও প্রত্যাহার করা হবে এই আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।’