ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালকুলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে এবং লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র।

বিজ্ঞাপন

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মোটর পাম্পে বিদ্যুতের কাজ করছিলেন আব্দুল্লাহ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।