ঝিনাইদহে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

এভাবেই

এভাবেই

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের একটি গাছ থেকে হোসেন আলী (৬০) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। হোসেন আলী বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, সকালে ওই গ্রামের একটি আমগাছে হোসেন আলীর মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর পা বেধে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে দৃর্বুত্তরা। হোসেন আলীর পা বাধা ও মুখের মধ্যে রুমাল ঢোকানো রয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে তা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু আলী জানান, বুধবার বিকালে সদর উপজেলার গান্না যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় হোসেন আলী। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন। সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর মরদেহ গাছে ঝুলতে দেখে তাদের খবর দেয়।

তিনি বলেন, ‘পেশায় গরু ব্যবসায়ী হোসেন আলী। গান্না থেকে ৬০ হাজার টাকা বাড়িতে আনার কথা বলে বের হয়েছিলেন। তাদের ধারণা টাকা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।’