আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দল। যেখানে বাংলাদেশ দলে প্রথম বারের মতো খেলতে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তাই সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ ছিলেন এই ফুটবলার।
ভারতকে বাংলাদেশ শেষবার হারিয়েছে হারিয়েছে ২০০৩ সালে। এরপর প্রায় ২২ বছর চলে গেলেও ভারতের বিপক্ষে জয় পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। শেষ বারের দেখায় ড্র নিয়েই মাঠ ছেড়েছিল দুই দল। দক্ষিণ এশিয়ায় দলের শক্তিমত্তা বিবেচনায় ভারতই সবার থেকে এগিয়ে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কারণ দলে আছেন হামজা। দলে তার অন্তর্ভুক্তি বাংলাদেশকে যে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে তা টের পাওয়া গিয়েছে অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে।
হামজাকে পেয়ে দল কতটা উজ্জীবিত এমন প্রশ্নের জবাবে জামাল বলেন,‘অবশ্যই হামজার দলে আসা জয়ের ব্যাপারে আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। মনে হচ্ছে আমরা বাংলাদেশের মেসিকে পেয়েছি।’
এরপর সুনীল ছেত্রীর অবসর ভেঙে আসা নিয়েও প্রশ্ন করা হয় বাংলাদেশ অধিনায়ককে। সুনীলের সঙ্গে হামজার তুলনায় জামাল বলেন ,‘হামজা এবং ছেত্রীর মাঝে আমি কোনো তুলনা করতে চাইনা। ছেত্রী অনেক বড় একজন ফুটবলার। সে তার দেশের জন্য অনেক কিছু করেছে। সে তার দেশকে অনেক জয় এনে দিয়েছে। কিন্তু সত্যি বলতে আপনাদের মনে রাখতে হবে হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার।