স্পেনের জার্সিতে প্রথমবারের মতো রোজা রেখে খেলবেন ইয়ামাল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম |

চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান। আর রমজান আগমনের বার্তা ছড়িয়ে যায় ক্রীড়াঙ্গনেও। খেলোয়াড়রা রোজা রেখেই নামেন মাঠে, আর সেটা করেই দর্শকদের কাছে আরো বিশেষ প্রশংসা পান খেলোয়াড়রা। সেখানে নতুন মুখ স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল। ক্লাবের হয়ে মাঠে নামার পরে এবার জাতীয় দলের জার্সিতে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে রোজা রেখে মাঠে নামতে যাচ্ছেন তিনি।

বার্সেলোনার হয়ে খেলা ১৭ বছর বয়সী ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে বেনফিকার বিপক্ষে ম্যাচে রোজা রেখেই মাঠে নেমেছিলেন। রোজা রাখলেও মাঠের পারফরম্যান্সে কোনো ভাটা পড়েন নি স্প্যানিশ এই উইঙ্গারের। প্রথম গোলে অ্যাসিস্ট করার পর দ্বিতীয় গোলে বল জালে জড়ান তিনি। আর ম্যাচের মাঝে পানি দিয়ে সারেন ইফতারও।

তবে এবার জাতীয় দলের জার্সি গায়ে রোজা রেখে খেলতে নেমে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে,‘স্পেনের জাতীয় দলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আগামীকাল বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ হবে রোববার রাতে। ম্যাচ দুটি সামনে রেখে স্পেন জাতীয় দলে যোগ দিয়েছেন ইয়ামাল। সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন।

এ বিষয়ে গণমাধ্যমকে ইয়ামাল জানান,‘ রোজা রেখে খেলতে আমার কোনো সমস্যা হয় না, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পানিশূন্যতা না রাখা। ক্লাবে (বার্সায়) আমি এই বিষয় নিয়ে খুব সতর্ক ছিলাম। (ফজরের) নামাজ পড়ার জন্য আমি ভোর পাঁচটায় উঠে ইলেক্ট্রোলাইট জাতীয় পানীয় পান করি যা সারাদিন সারাদিন আপনার শরীরকে পানিপূর্ণ রাখবে। যখন খাওয়ার (ইফতারের) সময় হয়, আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। এর পরিবর্তে প্রচুর পানি পান করি। তাই সবকিছুই খুব নিয়ন্ত্রণে থাকে।’

অবশ্য ইয়ামালই স্পেনের হয়ে খেলা প্রথম মুসলিম খেলোয়াড় নয়। তার আগে স্পেন জাতীয় দলের হয়ে খেলা আদামা ত্রাওরে, আনসু ফাতি, মুনির এল হাদ্দাদিরাও ইসলাম ধর্মাবলম্বী । তারা অবশ্য রোজা রেখে মাঠে নামেন নি।

এ সম্পর্কিত আরও খবর