হামজাকে শুভেচ্ছা জানালেন মাশরাফি

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম |

দেশের ক্রিকেটকে লম্বা সময় ধরে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মতুর্জা। যে কারণে অনেকেই দেশের ক্রিকেট বলতে তাকে চেনে থাকেন। লাল-সবুজ জার্সিতে মাঠের খেলাকে বিদায় জানালেও প্রায়ই চর্চায় থাকেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এবার ফুটবলে প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর আগমনে শুভেচ্ছা জানালেন তিনিও।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির সাবেক তারকা হামজার। আর এটা দেশের জন্য বিশেষ পাওয়া বলে মনে করেছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন,‘ বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরি! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।’

এসময় তিনি আরো লিখেন,‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া।’

হামজা আসলেও তাকে নিয়ে কোনো চাপ তৈরি করতে চানা তিনি। তাইতো বাস্তবতাকে সামনে রেখে তার সক্ষমতার দিকেও লক্ষ্য রেখেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি লিখেন,‘ আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে।’

এ সম্পর্কিত আরও খবর