অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে! দেশের ফুটবলপ্রেমীদের বহু দিনের ইচ্ছা ছিল প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে লাল-সবুজ জার্সিতে মাঠে খেলতে। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার।
প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধার চুক্তিতে এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেন হামজা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল রোববার রাতেই দেশের উদ্দেশ্যে বিমান ধরবেন তিনি। আর তার সফরসঙ্গী হচ্ছে পরিবার। কারণ এই পরিবারের ইচ্ছেতেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা। তাই তারও ইচ্ছে ছিল লাল-সবুজ জার্সিতে অভিষেক ম্যাচটা পরিবারের সদস্যরা মাঠে বসেই দেখবে।
১৭ মার্চ সোমবার দেশে পৌঁছে সরাসরি সিলেটে নেমে হবিগঞ্জে গ্রামের বাড়িতে যাওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। সেদিন নিজের গ্রামের বাড়িতে কাটাবেন তিনি। সেখান থেকে ১৮ই মার্চ বাফুফেতে আসতে পারেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে বলেন,‘ হামজা ১৮ মার্চ ঢাকায় আসতে পারেন। আবার ১৯ মার্চ সকালেও আসতে পারেন। এটা তার ওপর নির্ভর করছে।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই হামজা যেন এখানে একদিন অনুশীলন করেন। তবে অনুশীলন না জিম হবে, তা ঠিক করবেন কোচ। দেখা যাক কী হয়।’ সংবর্ধনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,‘তিনি সরাসরি ঢাকায় এলে একটা সংবর্ধনাও আয়োজন করা যেত। এখন হাতে সময় না থাকায় সেটা সম্ভব হচ্ছে না।’
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওখানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ২০ তারিখ দেশ ছাড়বে জামাল ভূঁইয়ারা। সেখানে ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।