‘কিছু মানুষের কাজই হলো বকবক করা’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-03-05 15:39:34

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা জয়ে ফাইনাল নিশ্চিত করে উড়ছে গৌতম গম্ভীরের ভারত। গ্রুপসেরা হয়ে সেমিতে উঠা রোহিত শর্মারা গতকাল মঙ্গলবার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে সবার আগে ও টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে তারা। দলের এমন পারফরম্যান্সের ফাঁকে আরেকটি প্রশ্ন উঠেছে আর সেটা হলো, সব ম্যাচ একই ভেন্যুতে হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারত!

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন থেকে শুরু করে প্রেটিয়া তারকা রেসি ফন ডার ডুসেনও একই অভিযোগ করেছিলেন। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন গম্ভীর। আর প্রশ্ন শুনেই ক্ষেপে যান ভারতের সাবেক এই তারকা খেলোয়াড়। গম্ভীর বলেন, ‘বাড়তি সুবিধা নিয়ে অনেক চর্চা হচ্ছে শুনছি। কিন্তু কিসের বাড়তি সুবিধা? আমরা এখানে একদিনও অনুশীলন করি নি। আইসিসি একাডেমিতে অনুশীলন করছি আমরা। এখানের আর ওখানের পরিস্থিতির মধ্যে ১৮০ ডিগ্রি পার্থক্য রয়েছে।

তিনি আরো বলেন, ‘আপনারা যদি দুটো জায়গার উইকেট দেখেন, তা হলেই আকাশ-পাতাল পার্থক্যের কথা বুঝতে পারবেন। কিছু কিছু মানুষ সব বিষয়ে বেশি বকবক করে। ওদের এবার বড় হতে হবে। এখানে কোনও বাড়তি সুবিধা পাইনি বা পাওয়ার প্রত্যাশাও করিনি।’

দুবাইয়ের পিচ স্পিন সহায়ক বলেই কী দলে পাচঁজন স্পিনার নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাকি দেশগুলোর মতো আমাদের কাছেও দুবাই নিরপেক্ষ মাঠ। আমার মনে পড়ছে না শেষ কোন প্রতিযোগিতা এই মাঠে খেলেছি। দল নির্বাচনের সময় আলাদা কোনও পরিকল্পনাও করিনি। আমরা চেয়েছিলাম দু’জন প্রথম সারির স্পিনার নিতে। সে খেলাটা পাকিস্তান বা অন্য যে কোনও দেশে হোক।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা দু’জন স্পিনারই নিতাম কারণ প্রতিযোগিতাটা উপমহাদেশে। তাই স্পিনের জাল তৈরি করেছি, ইত্যাদি যে সব কথা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভুল। যদি ভাল করে দেখেন, প্রথম দুটো ম্যাচে আমরা এক জন প্রথম সারির স্পিনার খেলিয়েছি। গত ম্যাচ এবং আজকের ম্যাচে দু’জন প্রথম সারির স্পিনার খেলেছে।’

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর