ভারতের জয়ে ফাইনালও হাতছাড়া পাকিস্তানের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-05 12:06:43

নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেও ফাইনাল দেখতে পারছে না পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ফাইনালে ওঠায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বদলে দুবাইতে অনুষ্ঠিত হবে ৯ মার্চের ফাইনাল ম্যাচটি। ঘরের মাঠে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়া পাকিস্তানের দর্শকদের জন্য হতাশা আরও বাড়ল।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তান মনোনীত হলেও, ভারতের নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। তাই টুর্নামেন্ট মাঠে গড়ায় হাইব্রিড মডেলে-পাকিস্তান ও দুবাইয়ে ম্যাচ ভাগ করে আয়োজন করা হয়। ভারতের সব ম্যাচই হয় দুবাইতে, এমনকি পাকিস্তানেরও তাদের বিপক্ষে খেলতে যেতে হয়েছিল সেখানে।

এ অবস্থায় ফাইনাল লাহোরে হওয়ার কথা থাকলেও ভারত ফাইনালে ওঠায় ম্যাচ সরিয়ে নেওয়া হলো দুবাইয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্বাগতিক হলেও ভারত কার্যত বাড়তি সুবিধা পেয়েছে বলে অভিযোগ তুলছেন অনেক সাবেক ক্রিকেটার ও সমর্থকরা।

অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। তাতেই স্বপ্ন ভাঙে পাকিস্তানের। ২০১৩ সালে ট্রফি জয়ী দলটি ২০১৭ সালে রানার্স-আপ হয়েছিল। এবার কি আবারও শিরোপা উঁচিয়ে ধরবে রোহিত শর্মার দল?

ফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ ৫ মার্চ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শেষে। তবে পাকিস্তানি সমর্থকদের জন্য এটি শুধু আরেকটি ফাইনাল নয়, বরং নিজেদের মাটিতে বসে ফাইনাল দেখার সুযোগ হারানোর তিক্ত অভিজ্ঞতাও!

এ সম্পর্কিত আরও খবর