তারপরও ইতিবাচক দিক খুঁজে পেলেন শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-27 19:56:34

গত আসরে সেমিফাইনালে খেললেও এবারের আসরে বাংলাদেশ কোনো জয়ের দেখা পায়নি। প্রথম দুই ম্যাচ হার দিয়ে শুরু করায় আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে আসর থেকে আগেই বিদায় নিয়েছিল পাকিস্তানও।

আজ বাংলাদেশ ও পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আর তাতেই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছি দুই দল। তবে আসরে কোনো জয় না পাওয়া দুই দলই চেয়েছিল জয় দিয়ে আসর শেষ করতে। তবে বৃষ্টির বাধায় তা আর হয়নি। তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে হতাশা প্রকাশ করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

রাওয়ালপিন্ডিতে ম্যাচটি না হওয়ায় হতাশা প্রকাশ করে শান্ত বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’

এমন হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছেন শান্ত। আসরে বাংলাদেশের ইতিবাচক দিকের কথা বলতে গিয়ে শান্ত বলেন, ‘আমরা যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব।’

ব্যাটারদের ব্যর্থতায় ভরা টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন টাইগার বোলাররা। পেস বোলারদের প্রশংসা করে শান্ত বলেন ,‘আমরা সবসময়ই ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি, তবে এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে। তাসকিন, রানা ভালো করছে, মুস্তাফিজ তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি তারা দলের জন্য সেরাটা দেবে।’

এ সম্পর্কিত আরও খবর